অবৈধভাবে বালি পাথর নিয়ে যাওয়ার অভিযোগে চারটি ডাম্পার বাজেয়াপ্ত

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রীর নির্দেশ বেআইনিভাবে চলা সমস্ত বালি পাথরের গাড়ি পকড়াও করতে হবে পুলিশকে। অবৈধ কাজ বরদাস্ত নয়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাবার পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। প্রায় প্রতিদিন বিভিন্ন থানা এলাকায় ধরা পড়ছে বেআইনিভাবে চলা বালি পাথরের গাড়ি।

ঠিক তেমনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের অভিযানে কাশ্মীর কলোনি এলাকা থেকে ধরা পড়লো চারটি বালি বোঝাই ডাম্পার। মঙ্গলবার গভীর রাতে কাশ্মীর কলোনির রাস্তা দিয়ে ওই ডাম্পারগুলি যাওয়ার খবর পায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখেই ডাম্পার থামিয়ে পালিয়ে যায় চালক এবং সহকারী চালকেরা। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ওই চারটি ডাম্পার আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে গাড়ির নম্বর থেকে মালিকের খোঁজ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশের সন্দেহ মহানন্দা অথবা বালাসন নদী থেকেই ওই বালি অবৈধভাবে তুলে ডাম্পার করে নিয়ে যাওয়া হচ্ছিল। অবৈধভাবে বালি পাথর পরিবহনের কারবার রুখতে সদা তৎপর শিলিগুড়ি মেট্রোপলিন পুলিশ।