জম্মু-কাশ্মীরে বিস্ফোরণে মৃত চার

দিন প্রতিদিন বেড়েই চলেছে জম্মু-কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা। জোড়া বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূ-স্বর্গ। আহতের সংখ্যা হয়েছিল ৯। এই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছে তার থেকে এক অস্ত্র পাওয়া গিয়েছে যা দেশে এর আগে মেলেনি। ধৃত আরিফ নামের এক ব্যক্তির কাছ থেকে প্রথমবারের জন্য উদ্ধার হয়েছে ‘সুগন্ধী’ বোতল বোমা।

উপত্যকার পুলিশ জানিয়েছে, এই আরিফ পেশায় শিক্ষক ছিল। কিন্তু একাধিক নাশকতার ঘটনার সঙ্গে জড়িত সে। গত বছরের মে মাসে বৈষ্ণো দেবীর তীর্থযাত্রী বোঝাই বাসে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং ৪ জনের মৃত্যু হয়েছিল তাতেও মূল চক্রী ছিল আরিফ। তার কাছ থেকেই এবার এই বোতল বোমা পাওয়া গিয়েছে, যা দেশে প্রথম। আসলে এই বোমাটি দেখতে সুগন্ধী বোতল বা পারফিউম বোতলের মতো। কিন্তু এতে তেমন কিছুই নেই বরং বোতলকে বোমায় রূপান্তরিত করা হয়েছে। এটি মূলত আইইডি। কেউ সুগন্ধীটি খুলতে চাইলে কিংবা চাপ দিলেই ঘটে যাবে বিস্ফোরণ।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই আরিফের সঙ্গে পাকিস্তানের লস্কর জঙ্গিগোষ্ঠীর যোগাযোগ ছিল। নতুন বছরের শুরু থেকেই কাশ্মীরে একাধিকবার হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল কিন্তু জঙ্গিরা ব্যর্থ হয়। কারণ সেনা এবং নিরাপত্তারক্ষীরা সর্বদা সজাগ ছিল। এখন অবশেষে এই জঙ্গি পাকড়াও হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে। কিন্তু সকলকেই ভাবাচ্ছে এই ‘সুগন্ধী বোমা’।