শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রী

Estimated read time 1 min read

সমাপ্তি হলো এক যুগের। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। চেষ্টা চলছিল, তবে শেষরক্ষা হল না। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ৮০ বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর উত্তরসূরি বাম রাজনীতির অন্তিম নক্ষত্রের পতনের শোকাহত গোটা লাল শিবির।

প্রাণের চেয়েও প্ৰিয় পাম অ্যাভিনিউয়ের বাড়ি, সেখানেই আজ বৃহস্পতিবার সকালে ৮টা ২০ নাগাদ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। পাশাপাশি গত ৩দিন ধরে জ্বরেও ভুগছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা।

শারীরিক সমস্যার জন্য প্রায় ১১ বছর ধরে ঘরবন্দি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি-জনিত সমস্যায় ভুগছিলেন তিঁনি। ২০০০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন। টানা দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

You May Also Like

More From Author