রাজ্যের শাসক দলে পদ পেতে চলেছেন প্রাক্তন বিজেপি নেতা

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে বিজেপির প্রাক্তন সাংসদ জন বারলা বিজেপি ত্যাগ করে তৃণমূল শিবিরের নাম লেখানোর পর দাপট বৃদ্ধি পেয়েছে তৃণমূল কংগ্রেসের।

এরই মধ্যে শোনা যাচ্ছে তৃণমূলে যোগ দেওয়ার পর খুব তাড়াতাড়ি কোন সরকারি পদ পাবেন তিনি। প্রসঙ্গত আগামী ১১ই এপ্রিল তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়িতে প্রভিডেন্ট ফান্ড কমিশনের আঞ্চলিক অফিস ঘেরাও করতে চলেছে। দলের এই কর্মসূচিতে জন বারলার উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে চাপা গুঞ্জন।

যাচ্ছে আগামী ৮ এপ্রিল সংকোশ এবং এলেনবাড়ি থেকে পদযাত্রা হবে তৃণমূলের। সেখানে জন বারলার যোগ দিতে পারেন। তারপর ১১ এপ্রিল পিএফ অফিস ঘেরাও কর্মসূচি রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের প্রতি যে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে তা তিনি তাঁর কথাবার্তাতেই স্পষ্ট করে দিয়েছেন।