লোকসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়হিন্দ বাহিনী গঠন করা হলো। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে দার্জিলিং জেলা ও কালিম্পং জেলা কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তা ছেত্রী,জয়হিন্দ বাহিনীর দার্জিলিং জেলা সভাপতি কমল কুমার গোয়েল সহ অন্যান্যরা। দার্জিলিং জেলায় ২১ জন এবং কালিংপং জেলায় ১৬ জনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামীতে তৃণমূল সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে প্রচারে নামবে বলে জানা গিয়েছে।পাশাপাশি পরবর্তীতে মহকুমা ব্লক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন কমল কুমার গোয়েল।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে দার্জিলিং লোকসভা কেন্দ্রে জয়হিন্দ বাহিনী গঠন
