বনদপ্তর এর উদ্যোগে এবার রেডিও কলার ৩০০ হাতি ও ৪০০ চিতাবাঘকে

এবার ৩০০ বুনো হাতি ও ৪০০ চিতাবাঘকে রেডিও কলার পড়ানোর কর্মসূচি নিয়েছে বনদপ্তর। দ্রুতই এ কর্মসূচি বাস্তবায়িত করা হবে।

বনদপ্তর সূত্রে জানা যায় উত্তরবঙ্গে মাত্র দু’টি হাতির রেডিও কলা রয়েছে কিন্তু দুটি ক্ষেত্রেই রেডিও কলার নন ফাংশনিং অবস্থায় রয়েছে অর্থাৎ বুনো হাতি দের রেডিও কলার পরালে তাদের গতিবিধি সম্পর্কে নানান বিস্তারিত তথ্য জানা যাবে। সেইসব উদ্দেশ্যে চিতাবাঘ কেউ রেডিও কলার পড়ানো হবে।

বনদপ্তর এর এক কর্তা থেকে জানা যায় আগে নাকি চা বাগানগুলোতে এত বুনো হাতির উপদ্রব হতো না। বর্তমানে উপদ্রব বৃদ্ধি পাচ্ছে চা বাগিচা সংলগ্ন এলাকায়। বনজঙ্গল প্রায় ধ্বংস হওয়ার ফলে তাদের চলাফেরার রুটের পরিবর্তন হচ্ছে। খাদ্যের সন্ধানে ও বাসস্থানের চাহিদায় তারা ঢুকে পড়ছে চা বাগান সংলগ্ন এলাকায় ও স্থানীয় অঞ্চলে। তাই এই বন্যপ্রাণীর উপদ্রব নিয়ন্ত্রণ করার জন্যই বনদপ্তরের এই উদ্যোগ।