ফের রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে ২০টি শকুন আকাশে মুক্ত করলো বনদপ্তর

শুক্রবার ফের রাজাভাতখাওয়া প্রজনন কেন্দ্র থেকে মোট ২০ টি শকুন আকাশে মুক্ত করলো বক্সা বনদপ্তর।জানাগেছে এদের মধ্যে ১৩ টি রাজাভাত খাওয়া প্রজনন কেন্দ্রে প্রজনন হওয়া হোয়াইট ব্যাক প্রজাতির ও ৭ টি হিমালয়ান গ্রিফন প্রজাতির। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরিবেশ থেকে হারিয়ে যাওয়া শকুন প্রজননের উদ্যোগ গ্রহণ করে বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি। এরপরেই বক্সা বনদপ্তরের রাজাভাতখাওয়ার জঙ্গলে শকুন প্রজননের প্রকল্প চালু করা হয়। রাজাভাতখাওয়া শকুন প্রজনন কেন্দ্র থেকে ২০১৯ সালে প্রথম পরীক্ষামূলক উন্মুক্ত আকাশে কলার আইডি (PTT) লাগিয়ে শকুন মুক্ত করা হয়। এরপর তাদের গতিবিধির উপর নজর রাখে বনদপ্তর। সেই পরীক্ষায় সফল হওয়ায় এই নিয়ে চতুর্থ দফায় হিমালয়ান গ্রিফন শকুন উন্মুক্ত আকাশে মুক্ত করলো বনদপ্তর।