পরিতক্ত কুয়ো থেকে নিরাপদে পূর্ণবয়স্ক এক চিতাবাঘকে উদ্ধার করলেন বনবিভাগের কর্মীরা

শিলিগুড়ির দাগাপুর চা বাগান এলাকার ডামরাগ্রামে একটি পরিতক্ত কুয়ায় পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরই স্থানীয়রা ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের।

ঘটনার স্থলে বনবিভাগের কর্মীরা এসে পরিতক্ত ওই কুয়ো থেকে চিতা বাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ প্রায় আড়াই ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা সম্ভব হয় চিতা বাঘটিকে।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতা বাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। অন্যদিকে ওই এলাকায় চিতা বাঘ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।