রাজ্যের বাইরেও এবার ধীরে ধীরে শক্তি বিস্তৃত হচ্ছে রাজ্যের শাসক শিবিরের। রাজ্যে বিপুল জয়ের পর এবার প্রথমবারের জন্য ঘাস ফুল ফুটলো পাহাড়ে। প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তারা।
এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি। এই জয়ের জন্য তিনি মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের মানুষের জন্য রয়েছে তাঁর অভিনন্দন।
প্রথমবার পাহাড়ে জিটিএ নির্বাচনে লড়েছিল তৃণমূল কংগ্রেস। আর তাতেই ভালো ফল করেছে ঘাসফুল শিবির। ১০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জিতেছে তারা। এই আসনগুলির মধ্যে ডালি কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী বিনয় তামাং।
সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত খুশি। এই জয়ের জন্য তিনি মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। পাহাড়ের মানুষের জন্য রয়েছে তাঁর অভিনন্দন। এদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেও তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হয়েছে।
২২ টি গ্রাম পঞ্চায়েতের ২০ টি অর্থাৎ ৪২৩ টি আসনের মধ্যে ৩১১ টি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস। অনেকটা পিছিয়ে বিজেপি দখল করেছে গ্রাম পঞ্চায়েতের ৭৪ টি আসন। কংগ্রেসের দখলে গিয়েছে ১৬ টি। সিপিএম ১২ টি আসন পেয়েছে।
আবার সদ্য নির্বাচিত কাউন্সিলর অনুপম দত্ত খুন হওয়ার পর ওই আসনে তাঁর স্ত্রী মীনাক্ষী দত্তকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। সেই পানিহাটি থেকে জয়ী হয়েছেন মীনাক্ষী৷ শুধু জয়ী নয়, ২ হাজার ২৭৪ ভোটে জিতেছেন তিনি।