নিয়ম লাঘু হয়েছিল আগেই এবার সেই নিয়ম মেনেই নির্ধারিত হল তার সময়। বিশেষ ভাবে নজরের নির্দেশ এল উচ্চ আদালতের। পরিযায়ী শ্রমিকদের সুবিদার্থে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল শীর্ষ আদালত। এবার সময় বেধে দিল সুপ্রিম কোর্ট। পরিযায়ীদের বিশেষ নজর দিয়ে চলতি বছরের ৩১ জুলাইয়ের মধ্যে ‘এক দেশ এক রেশন’ প্রকল্প চালুর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে একটি পোর্টাল তৈরির নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। যার মাধ্যমে সমস্ত অসংগঠিত ক্ষেত্রের পরিযায়ী শ্রমিকদের তালিকাভুক্ত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা সম্ভব হবে। পাশাপাশি, এদিন শীর্ষ আদালত জানায়, প্রতিটি রাজ্যে করোনা পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের জন্য কমিউনিটি কিচেন চালাতে হবে। যতদিন না পর্যন্ত মহামারী শেষ হচ্ছে, ততদিন এই কিচেনগুলিতেই খাবার খেতে পারবেন শ্রমিকরা।
এছাড়াও পরিযায়ী শ্রমিকদের জন্য অতিরিক্ত রেশনের ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে। কোনও বিশেষ স্কিম তৈরি করে শুকনো খাদ্যদ্রব্য শ্রমিকদের মধ্যে বিতরণ করার জন্যও উদ্যোগ নিতে বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে। নতুন এই প্রকল্পের ফলে দেশের যে কোনও প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকরা রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন না।