আচমকাই গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁকে প্রাথমিকভাবে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলেও পরে অ্যাপোলো হাসপাতালের নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি কোভিডে আক্রান্ত। গতকাল এসএসকেএম হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে এসে এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন কেমন আছে তিনি? জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, গতকাল রাতে স্বাভাবিক ঘুম হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের। নতুন করে শারীরিক অবনতি কিছু ঘটেনি যা স্বস্তির বিষয়। গতকাল তাঁকে নয়া হাসপাতালে ভর্তি করার পর একাধিক টেস্ট করা হয়। সেই রিপোর্ট নিয়ে দুপুরে একপ্রস্ত বৈঠক করেছে চিকিৎসায় গঠিত পাঁচ সদস্যের এক মেডিকেল বোর্ড। তবে আপাতত জানান হয়েছে যে তিনি সুস্থ আছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। গতকালই জানান হয়েছিল যে কোভিড আক্রান্ত হওয়ার পাশাপাশি তাঁর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশু সন্ধ্যার পর থেকেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি শুরু হয়৷
কিছুদিন আগে বাথরুমে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন তিনি৷ নিউমোনিয়াও ছিল তাঁর৷ আচমকা ফুসফুসের সংক্রমণ আরও বেড়ে যায়৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হতেই চিকিৎসার তৎপরতা শুরু হয়৷ খবর পেয়েই তাঁকে ফোন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর তৎপরতাতেই গীতশ্রীকে তড়িঘড়ি এসএসকেএম-এর উডবার্ন হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ অনেকেই মনে করছেন যে হঠাৎ করে কেন্দ্রীয় সরকারের তরফে পদ্মশ্রী দেওয়ার জন্য তাঁকে ফোন এবং তারপর এই ইস্যুতে কথা বলতে চাওয়ার জন্য আরও অনেক ফোনের কারণে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। এই বয়সে হয়তো এই রকম চাপ নিতে পারেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। তাই হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। সম্প্রতি বহু ফোন এসেছে তাঁর কাছে৷ তাঁকে ফোনে দীর্ঘক্ষণ কথা বলতে হয়েছে৷ পরিবারের কথায়, এটাই অসুস্থ হওয়ার সবচেয়ে বড় কারণ।