হাওড়ায় এফএনপি-র কেক আউটলেট

হাওড়ায় প্রথম আউটলেট খুলল এফএনপি ‘এন’ মোর (ফার্নস এন পেটালের একটি ইউনিট)।পশ্চিমবঙ্গে এফএনপি-র এটি নবমতম কেক আউটলেট। এছাড়াও প্যান ইন্ডিয়াতে বর্তমানে এই বেকারি ব্র্যান্ডের ১৪৩টি খুচরা আউটলেট রয়েছে৷ খাদ্যের মান বজায় রাখতে এফএনপি কেক ‘এন’ মোর দিল্লি, ব্যাঙ্গালোর, লখনউ এবং মুম্বাইতে একটি বেস রান্নাঘর তৈরি করেছে।

বলাবাহুল্য, এনপি কেক ‘এন’ মোর তার সিস্টার কনর্সান ফার্নস এন পেটালের মাধ্যমেও কেক বিক্রি করছে। ব্র্যান্ডটি একযোগে আন্তর্জাতিক স্তরে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সিঙ্গাপুরেও কাজ করছে।শিবপুরে ১৩৮জিটি রোডের শ্রী অ্যাপার্টমেন্ট ২৫০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এফএনপি কেক ‘এন’ মোর-র আউটলেটটিতে রয়েছে সব ধরনের ক্রিম কেক, ফন্ডেন্ট কেক, ড্রাই কেক, ফটো কেক এবং ডিজাইনার থিম কেক।

 এছাড়াও রয়েছে চকোলেট, স্ন্যাকস, বিভিন্ন ধরনের সুস্বাদু পানীয়ের একটি বিস্তৃত পরিসর। রিটেল অ্যান্ড ফ্র্যাঞ্চাইজ, ফার্নস এন পেটালের সিওও অনিল শর্মা বলেন, হাওড়ায় স্টোর চালু করতে পেরে আমরা খুবই আনন্দিত৷ আগামী অর্থিক বছরে আরও ১০০টি আউটলেট খোলার লক্ষ্যমাত্রা রয়েছে কোম্পানির।