শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টির জেরে কার্যত জলের তলায় রায়গঞ্জ শহর। ডুবে গিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেলের জলের পাম্প। ফলে জলের অভাবে চরম সমস্যায় ভুগছেন মানুষজন । অন্যদিকে, বীরনগর এলাকায় রায়গঞ্জ ডিপোতে জল থৈ থৈ করছে। হাঁটুজলের মধ্যেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বালুরঘাট সহ মালদহ রুটের যাত্রীদের।
এছাড়াও নিয়মিত নালা পরিষ্কার না হওয়ার কারণেই শহরের জল বের হতে পারছে না। একই সঙ্গে শহরের একের পর এক জলাভূমি ভরাট হওয়ার ফলেও অনেক নর্দমার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলেও শহরের জমা জল কোনভাবেই বাইরে বেরোতে পারছে না এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে গোটা রায়গঞ্জ শহর।
রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, বেশকিছু জায়গায় জল জমেছে। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। পুরসভার কর্মীরা কাজ করছেন।