ফ্লিপকার্টের নবম ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ (টিবিবিডি) শুরু হবে ২৩ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আসন্ন উৎসবের মরশুমের প্রস্তুতি হিসেবে এতে অংশ নেবেন দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার গ্রাহক, বিক্রেতা, এমএসএমই ও কিরানা পার্টনার। এবছর গ্রাহকরা তাদের মনপছন্দ বিভিন্ন ক্যাটাগরির সামগ্রী প্রি-বুক করতে পারবেন টোকেন অ্যাডভান্স হিসেবে মাত্র ১ টাকা দিয়ে।
এবছর, গ্রাহকরা ‘টিবিবিডি স্পেশালস’ হিসেবে বেছে নিতে পারবেন নানারকম আকর্ষণীয় পণ্যসম্ভার। তাদের জন্য থাকবে বিভিন্ন ক্যাটাগরির ৯০টির বেশি ব্র্যান্ডের ১৩০টি ‘স্পেশাল এডিশন’ সংগ্রহযোগ্য সামগ্রী ও ১০ সহস্রাধিক নতুন প্রোডাক্ট। হাই-ভ্যালু আইটেমের জন্য চালু করা হয়েছে ‘ওপেন বক্স ডেলিভারি’ ব্যবস্থা। কিরানা ডেলিভারি ব্যবস্থা মজবুত করতে ফ্লিপকার্ট ২ লক্ষের বেশি কিরানা পার্টনারকে তাদের প্লাটফর্মে যুক্ত করেছে। এবার, টিবিবিডি চলাকালীন গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে ‘জেনুইন মেডিসিন’ ও ‘হেলথকেয়ার প্রোডাক্ট’ কিনতে পারবেন ফ্লিপকার্টের ‘মেডিসিনস’ ক্যাটাগরি থেকে। যারা ব্র্যান্ডেড প্রোডাক্টে আগ্রহী তাদের জন্য ফ্লিপকার্ট অ্যাপে রয়েছে ‘ব্র্যান্ড মল’ মোড।
এবছর, কেনাকাটার সুবিধার জন্য বিভিন্ন ব্যাংকের তরফে ১০% ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট দেওয়া হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইএমআই লেনদেনের ক্ষেত্রে। পেটিএম ইউপিআই ও ওয়ালেটের মাধ্যমে পাওয়া যাবে ১০% সেভিংসের নিশ্চয়তা। ‘ফ্লিপকার্ট পে লেটার’-এর মাধ্যমে গ্রাহকরা ১ লক্ষ টাকা অবধি ক্রেডিটের সুবিধা পাবেন। টিবিবিডি উপলক্ষে ফ্লিপকার্ট ভারতের যেসব জনপ্রিয় সেলিব্রিটিদের ‘ক্রিয়েটিভ অবতার’ রূপে উপস্থিত করেছে, তাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট ও এমএস ধোনি।