ই-কমার্স সার্ভিসের চাহিদা বাড়তে থাকায় পশ্চিমবঙ্গের ডানকুনিতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার চালু করল ফ্লিপকার্ট। ২.২ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে অবস্থিত এই ওয়্যারহাউস প্রায় ৩৫০০ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ডানকুনির এই ফুলফিলমেন্ট সেন্টার একইসঙ্গে ফ্লিপকার্ট ও মিন্ত্রা গ্রাহকদের চাহিদা মেটাবে। একইসঙ্গে, এই সেন্টারের মাধ্যমে অগণিত সেলার তাদের পণ্যসামগ্রী দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাবেন। এই ফুলফিলমেন্ট সেন্টার পূর্বভারতে ফ্লিপকার্টের পরিষেবা আরও বেশিসংখ্যক গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ এনে দেবে।
ডানকুনিতে ফ্লিপকার্টের এই নতুন সেন্টার-সহ এই রাজ্যে ফ্লিপকার্টের ওয়্যারহাউসের বিস্তৃতি ১০ লক্ষ বর্গফুটে পৌঁছে দিল, যা সবমিলিয়ে প্রায় ৫০,০০০ মানুষের কর্মসংস্থান ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টারের সংখ্যা সাত। ফ্লিপকার্টের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলার পার্টনারশিপ রয়েছে, যার মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী হস্তশিল্প, ফ্যাব্রিকস ও অন্যান্য শিল্পসামগ্রী ফ্লিপকার্ট সমর্থ-এর মধ্য দিয়ে তুলে ধরা হয়।