ভারতে একই দিনে ডেলিভারি চালু ফ্লিপকার্টের

মেট্রো এবং নন-মেট্রো শহর জুড়ে লক্ষ লক্ষ গ্রাহককে উপকৃত করতে ফ্লিপকার্ট একাধিক বিভাগে একই দিনে ডেলিভারি চালু করতে চলেছে। এই পদক্ষেপের ফলে আহমেদাবাদ, ব্যাঙ্গালুরু, ভুবনেশ্বর, কোয়েম্বাটুর, চেন্নাই, দিল্লি, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইন্দোর, জয়পুর, কলকাতা, লুধিয়ানা, লখনউ, মুম্বই, নাগপুর, পুনে, পাটনা, রায়পুর, শিলিগুড়ি ও বিজয়ওয়াড়া শহরের গ্রাহকরা দুপুর ১টার মধ্যে অর্ডার করলে রাত ১২টার মধ্যে তাঁদের পণ্য হাতে পেয়ে যাবেন।

এই উদ্যোগটি ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং আগামী কয়েক মাস ধরে স্কেল করা হবে। ফ্লিপকার্ট-এর উদ্যোগে এখন মোবাইল, ফ্যাশন, বিউটি প্রোডাক্ট, লাইফস্টাইল, বই, হোম অ্যাপ্লায়েন্স এবং ইলেকট্রনিক্স পণ্যের অর্ডারে একই দিনে ডেলিভারি দেওয়া হবে। ফ্লিপকার্ট মাসে ১২০ মিলিয়নেরও বেশি প্যাকেজ সরবরাহ করছে এবং সারা দেশে রিমোট পিনকোডগুলিতেও গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী সাপ্লাই চেইন তৈরিতে বিনিয়োগ করেছে৷ একই দিনে ডেলিভারি দিতে, ফ্লিপকার্ট গত ১ বছরে একাধিক ফুলফিলমেন্ট সেন্টার শুরু করেছে।

ফ্লিপকার্ট ফুলফিলমেন্ট সেন্টারের ক্রমবর্ধমান নেটওয়ার্কের সঙ্গে একাধিক শহরে একই দিনে ডেলিভারি দিতে প্রয়োজনীয় পরিকাঠামো এবং পরিবহনে বিনিয়োগ করেছে৷ হেমন্ত বদ্রি, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, হেড অব সাপ্লাই চেইন, কাস্টোমার এক্সপেরিয়েন্স এবং রিকমার্স বিজনেস, ফ্লিপকার্ট গ্রুপ, বলেছেন, “আমাদের লক্ষ্য সাপ্লাই চেইন নেটওয়ার্ককে স্ট্রীমলাইন করা, মেট্রো এবং নন-মেট্রো শহরগুলিতে বিক্রেতা এবং গ্রাহকদের জন্য প্রতিদিন নির্বিঘ্নে সব অর্ডার সাপ্লাই করা।”