অতিমারির আতঙ্ক কাটিয়ে দেশ যখন উৎসবের মরশুমের জন্য তৈরি হচ্ছে, তখন ফ্লিপকার্ট তার সাপ্লাই চেন মজবুত করছে যাতে গ্রাহকদের চাহিদা পূরণে কোনও অসুবিধা না হয়। ফ্লিপকার্টের বেশ কয়েকটি নতুন চালু হওয়া সাপ্লাই চেন ফ্যাসিলিটিতে এই কাজে মহিলাদেরই দেখা যাচ্ছে সামনের সারিতে। সম্প্রতি এরকম একটি ফুলফিলমেন্ট সেন্টার খোলা হয়েছে পশ্চিমবঙ্গের ডানকুনিতে, যেখানে মহিলারাই যাবতীয় কঠিন কাজকর্ম সামলাচ্ছেন। এটি পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের দ্বিতীয় বৃহত্তম ফুলফিলমেন্ট সেন্টার। এখানে প্রায় ৩৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে। কর্মীবাহিনীতে আরও বেশি মহিলাদের অন্তর্ভুক্তি ও তাদের উন্নতির জন্য ফ্লিপকার্টের উদ্যোগে চালু হয়েছে ‘বিবিধতা’। দেশে ফ্লিপকার্টের বড় ওয়্যারহাউসগুলির কয়েকটিতে কোনও নির্দিষ্ট শিফটের সবকিছুই চালাচ্ছেন মহিলা কর্মীরা।
ডানকুনিতে নতুন কেন্দ্র স্থাপনের ফলে পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের ফুলফিলমেন্ট সেন্টারের সংখ্যা হল সাত এবং এগুলিতে কর্মীদের সংখ্যা ৫০,০০০-এরও বেশি।