পুমা-ফ্লিপকার্ট পার্টনারশীপ

খেলোয়ড়ারদের স্টাইলিশ করে তুলতে ফ্লিপকার্টের সাথে পার্টনারশীপ করল পুমা। এর ফলে যারা স্পোর্টস স্টাইলে বিশ্বসী তারা সাশ্রয় মূ্ল্যে পুমার পোশাক কিনতে পারবে। গ্রাহকদের কথা মাথায় রেখে পুমা এবং ফিল্পকার্ট দশ বছরের জন্য চুক্তি বদ্ধ হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট এবং নির্বাচিত কিছু পুমা স্টোরে এই অফার চালু হয়েছে।

দেশজুড়ে ভোক্তাদের ক্রমবর্ধমান ফ্যাশন চাহিদা পূরণের সুযোগের সদ্ব্যবহার করে তৈরি করা হয়েছে,’ ১ ডীয়ার বাই পুমা ‘ ফ্লিপকার্টে ক্রীড়াবিদদের সংখ্যা গতবছরের তুলনায় প্রায় ৬০% বৃদ্ধি পেয়েছে। তাই তরুণ প্রজন্ম তথা কলেজ ছাত্র বিশেষত যারা সবসময় একটু অন্যধরনের ফ্যাশনেবল পোশাক খোঁজে তাদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখেই ফ্লিপকার্ট এবং পুমা এই সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লিপকার্ট ফ্যাশনের ভাইস প্রেসিডেন্ট নিশিত গর্গ বলেন, আমরা ক্রমবর্ধমান চাহিদার সমাধানে শিল্পের সেরাদের সাথে সহযোগিতায় বিশ্বাস করি। তাই পুমার সাথে  অংশীদারিত্ব করে ১ডীয়ার চালু করা হয়েছে।