নবম ‘দ্য বিগ বিলিয়ন ডেজ’ (টিবিবিডি) আরম্ভ হওয়ার আগেই ফ্লিপকার্ট উৎসব উদযাপন শুরু করে দিল। এবছর টিবিবিডি হবে আরও বড় ও ভাল। সেইসময় ফ্লিপকার্ট গ্রাহকদের সামনে হাজির করবে তাদের অগণিত বিক্রেতার পণ্য ও ব্র্যান্ডের সম্ভার। কেনাকাটা আরও আকর্ষণীয় করে তোলার জন্য এবার অনেক আগেই আনা হচ্ছে একাধিক নতুন ও উদ্ভাবনী সুবিধা, যেমন ‘সেল প্রাইস লাইভ অ্যান্ড প্রি-বুক’। এইসময় টিবিবিডি’র দামেই পাওয়া যাবে পছন্দের সামগ্রী।
উৎসবের মজা আরম্ভ করতে ফ্লিপকার্ট অ্যাপে চালু হচ্ছে ‘দ্য বিবিডি স্পেশালস’। এবছর গ্রাহকরা ১৩০টি স্পেশাল এডিশনের সংগ্রহযোগ্য সামগ্রী কিনতে পারবেন ৯০টিরও বেশি ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরি থেকে।
টিবিবিডি আরম্ভ হওয়ার আগেই অ্যাক্সিস ব্যাংক ও অন্য একটি অগ্রণী ব্যাংক ১০% ইনস্ট্যান্ট ডিস্কাউন্ট ঘোষণা করেছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও ইএমআই লেনদেনের ক্ষেত্রে। ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা প্রতিটি কেনাকাটায় ৫% আনলিমিটেড ক্যাশব্যাক পাবেন। ‘ফ্লিপকার্ট পে লেটার’-এর মাধ্যমে পাওয়া যাবে ১ লক্ষ টাকা অবধি ক্রেডিটের সুযোগ, যা সহজ ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করা যাবে। বাজাজ ফিনসার্ভ ইএমআই কার্ড হোল্ডারগণ এবং বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ পাবেন নো-কস্ট ইএমআই-এর সুবিধা। এবছর ফ্লিপকার্ট ভারতের বিখ্যাত এন্টারটেনমেন্ট ও স্পোর্টস স্টারদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে একটি ক্যাম্পেনের জন্য। এদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট ও এমএস ধোনি।