কলকাতায় আসছে পাঁচ দক্ষ সিবিআই আধিকারিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টে একটি মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী জানান, ৫ জন দক্ষ সিবিআই আধিকারিক কলকাতায় আসছেন।

রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলা তো আছেই, এরই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত সামলাচ্ছে সিবিআই। সে দিক থেকে দেখতে গেলে এএসজির আরও সিবিআই আধিকারিক আনার সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিপুল সংখ্যক মামলার চাপ সামলাতে অনেক আধিকারিক আনা হচ্ছে রাজ্যে। শহরে পা দিয়েই তাঁরা তদন্তের কাজ শুরু করবেন।

সৌমেন্দুর ঘনিষ্ঠ শান্তনু এবং কাকলি পান্ডার মামলায় কাঁথি থানার আইসি-র ভূমিকায় অসন্তোষ জানায় আদালত। তাঁর বিরুদ্ধে আদালতে সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়। এই প্রসঙ্গে বিচারপতি মান্থার মন্তব্য, ‘পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ কাম্য নয় বলে মনে করে আদালত।’ তিনি নির্দেশ দেন, ওই থানার সিসিটিভি ক্যামেরা নিয়ে তিন সপ্তাহের মধ্যে জেলার পুলিস সুপারকে বক্তব্য জানাতে হবে।