ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

Estimated read time 0 min read

গত ১ জুলাই ঘোকসাডাঙ্গা জাতীয় সড়কে বেসরকারি বাসে ডাকাতি কাণ্ডের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।অবশেষে উন্মোচন হলো ডাকাতি কাণ্ডের রহস্য।পুলিশের পক্ষ থেকে জানানো হয় রানাঘাট থেকে কোচবিহারের উদ্দেশ্যে আসা বেসরকারি বাসটিতে আনা হচ্ছিল 5 কেজি রুপোর গয়না। আর সেই রুপোর গয়না লুট করতেই দুষ্কৃতীরা বাসে উঠে এই ডাকাতির ঘটনা ঘটায়। গত পয়লা জুলাই ঘোকসাডাঙ্গা রাইস মিল এলাকায় একটি বেসরকারি বাসে কয়েকজন দুষ্কৃতি উঠে পড়ে এবং বাসের ড্রাইভার এর কেবিনে থাকা কয়েকটি ব্যাগ তুলে নিয়ে চম্পট দেয়। দুষ্কৃতীদের হাতে ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। অবশেষে আজ পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করে জানান সেই ব্যাগে ছিল ৫ কেজি রুপোর গহনা।ইতিমধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং সেই ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি বুলেরো গাড়ি আটক করেছে। পুলিশ সুপার জানান ১ কেজি ৮০০ গ্রাম রুপোর গহনা উদ্ধার হয়েছে। এই ঘটনায় আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

You May Also Like

More From Author