পারিবারিক বিবাদের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত দুই পরিবারের চার মহিলা সহ মোট পাঁচজন। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত মহদিপুর খিরকি পাড়া এলাকায়। আক্রান্তরা হলেন রাহমান শেখ বয়স(২৫)বছর। ও তার স্ত্রী আনজুরা বিবি বয়স(২০) বছর। অপরপক্ষে আক্রান্ত হয়েছেন লিলুফা খাতুন বয়স(২০)বছর। তাহেরা বিবি বয়স(৪২)বছর ও সেরিনা বিবি বয়স(৩৮) বছর। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় দুই পরিবারের দীর্ঘদিনের বিবাদ লেগেই রয়েছে সেই বিবাদকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় পুনরায় একে অপরের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। আর তার জেরেই আক্রান্ত হয় দুই পক্ষের মোট পাঁচজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আক্রান্তরা প্রত্যেককেই।