রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গত ৩ বছরে দেশে চালু হয়েছে প্রায় ৩০টিরও বেশি বন্দে ভারত। এবার খবর, খুব শীঘ্রই উত্তর পূর্বের রাজ্য গুলিতেও চালু হয়ে যাবে এই ট্রেন।
রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর বিষয়টা চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রেলের তরফ থেকে এই রুটগুলিকে তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, এই ট্রেনের জন্য আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবেনা।
পাটনা– নিউ দিল্লি
হাওড়া – নিউ দিল্লি
হায়দরাবাদ – নিউ দিল্লি
মুম্বই – নিউ দিল্লি
এরনকুলাম– গুয়াহাটি