ইউক্রেনের যুদ্ধে সাহায্য না করার কারণ ভুগতে হলো পাঁচ দেশকে

চলতি বছরের শুরুতে শুরু হয়ে, মাসের মাস অতিক্রম করলেও যুদ্ধ চলছে অনবরত গতিতে। কিছুতেই থামানো যাচ্ছে না যুদ্ধ পরিস্থিতিকে। এই পরিস্থিতিতে কূটনৈতিক ব্যর্থতার ফল এবং যুদ্ধ আবহে পাশে না থাকায় ভারতসহ পাঁচ দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেন্সকি। সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্টের ওয়েবসাইডে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে ঠিক কি কারণে এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের বিদেশমন্ত্রকের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে খবর। জানা যাচ্ছে ভারত ছাড়াও জার্মানি, চেক রিপাবলিক নরওয়ে এবং হাঙেরিতে নিযুক্ত রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে জেলেন্সকি সরকার।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট থেকে জানা যায়, ভারতসহ এই পাঁচ দেশের রাষ্ট্রদূতদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কি কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হল ইউক্রেন সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি। অন্যদিকে এই পদে নিযুক্ত রাষ্ট্রদূতদের অন্য কোন দায়িত্ব দেওয়া হবে কিনা সে বিষয়ও এখনও স্পষ্ট নয়। ফলে আন্তর্জাতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর তরজা।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তাতে বরাবরই নিরপেক্ষ ভূমিকা পালন করেছে ভারত। যদিও যুদ্ধের প্রথম থেকেই ভারতীয় বিদেশমন্ত্রক তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে সাহায্য প্রার্থনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এমনকি যুদ্ধ থামাতে রাশিয়া প্রধান পুতিনের সঙ্গে বারংবার কথা বলার অনুরোধ করা হয়েছে মোদিকে। অন্যদিকে এই যুদ্ধ প্রসঙ্গে জাতিসংঘে যতবারই ভোটাভুটি হয়েছে ততবারই তাতে নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন ভারতের প্রতিনিধিরা। অন্যদিকে যুদ্ধ আবহেই ভারত সরকার রাশিয়া থেকে কম দামে জ্বালানি কেনার সিদ্ধান্ত নিয়েছে।

একইভাবে জার্মানি, চেক রিপাবলিকের মত বহু দেশ যুদ্ধ আবহেও পুতিনের দেশের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করতে রাজি হয়নি। উল্টে রাশিয়ার ওপর প্রাকৃতিক গ্যাস সরবরাহে আরো বেশি নির্ভরশীল হয়ে পড়েছে বার্লিন। মূলত এই সমস্ত কারণেই ক্রমশ এই দেশগুলোর উপর ক্ষোভ বৃদ্ধি পেয়েছে ইউক্রেনের। আর তারই ফলস্বরূপ এই পাঁচ রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এখনও কিয়েভের তরফ থেকে সরকারিভাবে কোনও প্রতিক্রিয়াই দেওয়া হয়নি।