ভারতের প্রথম ফিটনেস এবং স্পোর্টস কুইজ

খেলাধূলার প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া । এই লক্ষ্যে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া পক্ষ থেকে স্কুল শিশুদের জন্য ফিটনেস এবং স্পোর্টস কুইজের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য,এই উদ্যোগ ভারতে এই প্রথম। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক ঘোষণা করেছে, যেসব শিক্ষার্থীরা প্রথম এই ফিটনেস এবং স্পোর্টস কুইজে অংশ গ্রহণ করবে তাদের বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন দেওয়া হবে। জানাগেছে, ১ লাখ স্কুল থেকে ২লাখ শিক্ষর্থী এই ফিটনেস এবং স্পোর্টস কুইজে অংশ গ্রহণ করতে পারবে। অর্থাৎ প্রতিটি স্কুল থেকে  সর্বোচ্চ ২ জন শিক্ষার্থীকে প্রথম আসার ভিত্তিতে প্রায় ২ লাখ শিক্ষার্থী বিনামূল্যে রেজিস্ট্রেশন পাবে। এই পরিস্থিতিতে যদি স্ক ২জনের বেশি শিক্ষার্থী মনোনীত হলে প্রতি শিক্ষার্থীর জন্য ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি ধার্য করা হবে। পুরস্কারের পরিমাণ হিসেবে রয়েছে সর্বোচ্চ ৩.২৫ কোটি টাকা।

উল্লেখ্য,এই ফিটনেস এবং স্পোর্টস কুইজে দেশের প্রতিটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব থাকবে এবং এটি অনলাইন ও সম্প্রচার রাউন্ডের মিশ্রণ হবে।  উত্তর পূর্ব অঞ্চলের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পরিচালক সতীশ কে সারহাদি বলেন, ছাত্রদের মধ্যে ফিট এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই প্রথম ফিট ইন্ডিয়া কুইজ চালু করা হয়েছে।