নোবেল পুরষ্কার বিজয়ী এস্থেয়ের দ্যুফ্লোর সাথে সহযোগিতা করেছে প্রথম বুক্স

Estimated read time 0 min read

প্রথম বুক্স, নোবেল বিজয়ী এথার ডুফ্লো দ্বারা রচিত এবং শিয়েন অলিভার দ্বারা চিত্রিত পাঁচটি বইয়ের সিরিজ ‘গোড়ার কথা’ প্রকাশিত করতে চলেছে ভারতে। এই সিরিজটি বাংলা, হিন্দী, মারাঠী, তামিল ও কন্নড় ভাষায় উপলব্ধ। এস্থেয়ের দ্যুফ্লোর বইগুলি সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন ঘটানোর মাধ্যমে নিম্ন উপার্জনকারীদের সচ্ছলতা নিয়ে আসতে সাহায্য করবে। এস্থেয়ের, এই বইগুলি পছন্দসই চরিত্রসৃষ্টির মাধ্যমে এবং ফরাসী শিল্পী শেয়েন ওলিভিয়ের সহযোগিতায় সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।

আফিয়া, বিবির, নিলূ, ঊলা এবং নেসো আর নাজি এই পাঁচটি গল্প রঙীন ছবি এবং হাস্যরসে ভরপুর। বইগুলি শুধু শিশুদের আনন্দই দিবে না, বরং ইস্কুল, মৌলিক অধিকার, স্বাস্থ্য, উন্নয়নের সুযোগ ও লিঙ্গসমতা বিষয়গুলো সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গিতে আমূল পরিবর্তন ঘটাবে। বইগুলো বিশেষ করে ৮ থেকে ১২ বয়সের শিশুদের জন্য লেখা হয়েছে। বইগুলোকে বাংলায় অনুবাদ করেছেন থেকে শুভময় চট্টোপাধ্যায়, যিনি শিশুদের সাক্ষরতা প্রসার ও অন্যান্য উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত। ভারতের ফরাসী ইনস্টিটিউটের সৌজন্যে জুলাই মাসে বইগুলো কলকাতা,দিল্লী ও বেঙ্গালুরু থেকে প্রকাশ হতে চলেছে।

বইগুলোর বিষয়ে এস্থেয়ের দ্যুফ্লো বলেছেন, “ভারতীয় শিশুদের পড়তে শেখার জন্য আমি প্রথম বুক্সের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। আশা করছি যাতে শিশুদের নিলূ ও তার বন্ধুদের গল্পটি পছন্দ হবে।”শেয়েন ওলিভিয়ে জানিয়েছেন যে বইগুলি বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ হওয়ার জন্য তিনি খুবই খুশী। বইগুলো ইংরিজীর সাথে ব্যাপক পাঠক মহলে পৌঁছতে পারবে, যা শিশুদের বইয়ের চরিত্রদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করবে।

You May Also Like

More From Author