শপথ গ্রহণ করলেন ফিরহাদ হাকিম

নির্ধারিত সময়েই সম্পন্ন হলো শপথ গ্রহণ৷ কলকাতা পুরসভার মেয়র পদে শপথ নিলেন ফিরহাদ হাকিম৷ ৩৯ তম মেয়র হিসাবে শপথ নিলেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিরহাদ-জায়া ও তাঁর কন্যা৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন প্রায় ৫০০ জন অতিথি৷ ফিরহাদ হাকিমের পরেই কলকাতা পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করেন মালা রায়৷ 

এদিন শপথ গ্রহণের পর ফিরহাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন করেছেন৷ এই বোর্ডকে তিনি মনোনিত করেছেন৷ মানুষের সেবা করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাশা৷ তিনি কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান৷ সেই ইচ্ছে পূরণ করাই টিম কর্পোরেশন লক্ষ্য৷ তিনি আরও বলেন, এমন ভাবে মানুষের সেবা করতে হবে যাতে মানুষ বলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের এই বোর্ডই সর্বশ্রেষ্ঠ৷ আমি নিশ্চিত ভাবে মেয়র৷

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা কেউই প্রশাসনের বিরাট পদে নই৷ আমরা সকলেই সেবক৷ আমি হলাম কলকাতাবাসীর প্রধান সেবক৷ সকলে মিলে কলকাতার মানুষের সেবা করব৷ আমদের ট্যাগলাইন হতে হবে ‘যখন ডাকি, তখন পাই৷’ তাঁর কথায়, প্রত্যেকে দায়িত্ব নিয়ে নিজের নিজের ওয়ার্ডে কাজ করলে কলকাতা এমনিতেই সুন্দর হয়ে উঠবে৷ মাথায় অনেক দেনা রয়েছে ঠিক কথাই৷ কিন্তু ইচ্ছে থাকলেই উপায় হয়৷ 

এদিন মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য৷  তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়।