কোচবিহার পৌরসভা পরিচালনায় এবং জেলা আতশবাজি ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় উদ্বোধন হল জেলার আতসবাজি মেলা। নিরাপত্তার স্বার্থে এই মেলার আয়োজন করা হয় বলেই জানা গেছে। মঙ্গলবার এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ,জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য ও পৌরসভার কাউন্সিলররা।কোচবিহার রাসমেলা ময়দানের দক্ষিণ দিকে এই মেলার আয়োজন করা হয়।কোচবিহার পৌরসভার চেয়ারম্যান জানান নিরাপত্তা জনিত কারণেই এই মেলার আয়োজন তিনি জানান এ পর্যন্ত ৩৬ টি বাজি বিক্রেতাদের আবেদন জমা পড়েছে, লটারির মাধ্যমে বাজি বিক্রেতাদের জায়গা বন্টন করা হবে।কোচবিহার জেলা আতসবাজি মেলা ছট পুজো পর্যন্ত চলবে জানান চেয়ারম্যান।সাধারন আমজনতা এই মেলা থেকে তাদের পছন্দ মতো বাজি কিনতে পারবেন বলেই আশাবাদী কর্তৃপক্ষ, রবীন্দ্রনাথ ঘোষ বলেন এই মেলা প্রত্যেকদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।