অবশেষে নির্বাচন নিয়ে এলো রায়

Estimated read time 0 min read

নির্বাচন নিয়ে বিগত বেশ কিছুদিন ধরে চলছে জল্পনা, অবশেষে এলো রায়। দু’বছর আগে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি, পাহাড়ের তিন পুরসভায় নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। ওই মামলাতেই বড় নির্দেশ দিলেন হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

হাইকোর্টের নির্দেশ, সংশ্লিষ্ট তিনটি পুরসভার নির্বাচনের জন্য মামলাকারীর আবেদন বিবেচনা করতে হবে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনকে। এই জন্য আগামী ৬ সপ্তাহ সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ছয় সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ, পাহাড়ের কালিম্পং, কার্শিয়াং এবং মিরিক এই তিনি পুরসভার মেয়াদ দু’বছর আগে ফুরিয়ে গেলেও এখনও নির্বাচন হয়নি। তাই অবিলম্বে নির্বাচনের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন আর্জেন লামা নামের এক ব্যক্তি। জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি।

You May Also Like

More From Author