অবশেষে চালু হল তিনবাত্তি মোড়ের নবনির্মিত এন বি এস টি সির বাসট্যান্ড

বুধবার এই নব নির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্জ্বলন করে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা। মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারি বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি।

সেই লক্ষ্যে তিনবাত্তি মোরে এমবিএসটিসির পরিতক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড। সেখান থেকেই এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে  পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন দপ্তর। সেই লক্ষ্যে আজ অর্থাৎ বুধবার এই বাসস্ট্যান্ডের সূচনা হয়।

আপাতত পানীট্যাংকি নকশালবাড়ি,খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া,এই চারটি রুটে মোট বারোটি বাস চালানোর হবে বলে জানান তারা। মেয়র গৌতম দেব জানান আগামীতে আরো বেশ কিছু সরকারী বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে  বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে।