অবশেষে স্বস্তি দিয়ে বর্ষা এলো দক্ষিণবঙ্গে

পূর্বেই ঘড়িটা হয়েছিল চলতি বছর বর্ষার আগমন ঘটবে সময়ের আগেই। কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির আগমন ঘটলেও দেখা নেই দক্ষিণবঙ্গে। প্রতিনিয়ত অস্বস্তিকর গরমে বাড়ছিল দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের মানুষদের কাছে একটাই প্রশ্ন ছিল, কবে আসবে বৃষ্টি? শেষ কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গে টানা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আকাশ গর্জন পর্যন্ত করেনি। অসহনীয় গরম তার সঙ্গে প্যাচপ্যাচে ঘামই ছিল দক্ষিণবঙ্গের মানুষের সঙ্গী। একটা সময় যেন আর পেরে ওঠা সম্ভব হচ্ছিল না চূড়ান্ত গরমের সঙ্গে। মাঝে হালকা বৃষ্টি হলেও গরম কমছিল না। কিন্তু এবার মিলল সুখবর। খাতায়-কলমে এবার বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ৯ দিন পর দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। মৌসম ভবনের তরফে মৌসুমী বায়ুর গতি প্রকৃতির যে মানচিত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা গিয়েছে মুর্শিদাবাদের বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রবেশ করেছে বর্ষা। তাই এখন বলাই যায় যে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষার আগমণ ঘটেছে। এবার অনুমান আগামী কয়েক দিনের মধ্যে গোটা বাংলা জুড়েই বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গে তো লাগাতার বৃষ্টি হচ্ছে কিন্তু দক্ষিণে তার শিকি ভাগও দেখা যাচ্ছিল না। এবার হয়তো সেই আশা পূর্ণ হবে মানুষের। কিছু দিন আগে থেকে প্রাক বর্ষার বৃষ্টি হচ্ছিল। হালকা থেকে মাঝারি বৃষ্টিই সঙ্গী ছিল। এখন ভারী বৃষ্টি অপেক্ষায় দক্ষিণবঙ্গ। তাতে যদি এই ভ্যাপসা গরম কমে।

ইতিমধ্যেই গরমের কারণে রাজ্য সরকার স্কুলগুলিতে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে। যদিও সেই নিয়ে বিতর্ক আছে। কিন্তু যে গরম বিগত কিছু দিনে পড়েছিল তাতে হাঁসফাঁস অবস্থা ছিল সকলের। একটু বেলা বাড়ার পর রাস্তায় বেরনো দায় হয়ে যাচ্ছিল। তবে চলতি সপ্তাহ থেকে যে বৃষ্টি শুরু হবে তার একটা ক্ষীণ ইঙ্গিত হাওয়া অফিস দিয়ে রেখেছিল। সেই অনুযায়ী শুক্রবার বিকেল থেকে কলকাতা সহ একাধিক জেলায় হালকা বৃষ্টি শুরু হয়েছে।