সিগারেটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটালেন বাদশা

আসমুদ্র হিমাচলের কাছে তিনি আইকন। তিনি যা করেন তাই হয়ে যায় মাইলফলক – এমনটাই ভাবেন তাঁর ভক্তরা। তাঁর স্টাইল, ম্যানারিজম , সবই মন্ত্রমুগ্ধের মতো অনুকরণ করেন অনেক অনুরাগীই। তবে এবারের জন্মদিনে তিনি যা করলেন, তা অনুকরণ করলে হয়ত সত্যিই বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন বহু মানুষই। শাহরুখের ধূমপান করার কায়দা বহু ভক্তরাই অনুকরণ করার চেষ্টা করতেন। তিনি যে চেইন-স্মোকার, সে-কথা কোনও ভক্তরই অজানা নয়। মুম্বইয়ের একটি অডিটোরিয়ামে শনিবার তাঁর ৫৯ তম জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন তাঁর বহু ভক্ত। সেখানেই তিনি জানান , তিনি আর ধূমপান করেন না। তবে কিং খান জানান, ভেবেছিলেন , ধূমপান ছেড়ে দেওয়ার পরেই তিনি স্বাস্থ্যের দিক থেকে আরও সুস্থ বোধ করবেন, তবে তিনি এখনও শ্বাসকষ্ট অনুভব করছেন। X প্ল্যাটফর্মে তাঁর এক ভক্ত অনুষ্ঠানটির একটি ভিডিও শেয়ার করেন। বলেন, ‘ভেবেছিলাম ধূমপান ছেড়ে দেওয়ার পরে আমি এতটা শ্বাসকষ্টে ভুগব না, কিন্তু আমি এখনও পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শ্বাসকষ্টে ভুগছি। ইনশাআল্লাহ, সেটাও ঠিক হয়ে যাবে।”

ইন্ডাস্ট্রিতে শাহরুখের মতো ঘন ঘন ধূমপান খুব কম জনই করতেন। তিনিই একবার বলেছিলেন, দিনে প্রায় ১০০ টা সিগারেট খেতেন বলিউডের বেতাজ বাদশা। তা ছেড়েছেন স্বাস্থ্যরক্ষার স্বার্থে। ২০১২ সালে একবার কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন টেনশনে সিগারেটে টান দিতে দেখা যায় তাঁকে। তাঁর বিরুদ্ধে মামলাও হয় । তারপর আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর জরিমানাও দেন তিনি। ২০১৭ সালে তিনি একবার বলে ছিলেন, তিন সন্তান আরিয়ান, সুহানা এবং আবরামের জন্য ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিতে চান। যেমহ ভাবা তেমন কাজ। অবশেষে সিগারেটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটালেন নায়ক। ৫৯ বছরের জন্মদিনে শাহরুখ জানালেন, আগামী ১০বছর তিনি এভাবেই মানুষকে বিনোদন দিতে চান। বললেন, আগামী ১০ বছরে তিনি বিশেষ কিছু ছবি তৈরি করতে চান।