অবশেষে সমাপ্ত হলো মন্ত্রীসভা গঠন

দীর্ঘদিনের জল্পনার সমাপ্তি ঘটলো আজ। চলেছে বহু চর্চা। আজ নতুন মন্ত্রী সভা গঠন হলো দেশে। বড়সড় রদবদল হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার ১৮ জন সাংসদের মধ্যে জায়গা পেলেন চারজন। এরমধ্যে এদিন ৭ জন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। মোদী মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন ৪৩ জন। পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হলেন ৭৭ জন।

প্রথমে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন মহারাষ্ট্রের বিজেপি সাংসদ নারায়ণ রানে। শপথ নিয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের জন বার্লাকে। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার এবং বনগাঁর শান্তনু ঠাকুর। শপথ নিয়েছেন ওড়িশা থেকে রাজ্যসভার সাংসদ অশ্বিনী বৈষ্ণব। অটলবিহারী বাজপেয়ীর সচিব ছিলেন বৈষ্ণব। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পশুপতি পারশ। প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতি পারস। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন কিরেন রিজেজু এবং আরকে সিং। ইউপিএ আমলের স্বরাষ্ট্রসচিব ছিলেন আরকে সিং। এদিন মোদী মন্ত্রিসভায় প্রথমবার পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আইনজীবী ভুপেন্দ্র যাদব। তিনি বিজেপির সাধারণ সম্পাদক এবং রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ।