অবশেষে শিক্ষার্থীদের স্বস্তি দিয়ে ঘোষিত হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন

এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের সংক্রমনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া। এই পরিস্থিতিতে বারবার পিছিয়ে গেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। অবশেষে স্বস্তি পেল শিক্ষার্থীরা। পরীক্ষার দিন ঘোষিত হল। তবে করোনা আবহের জন্য নিয়ম বদলাল পরীক্ষার। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হবে মাধ্যমিক, জুলাইয়ের শেষে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ ঘণ্টার আবশ্যিক বিষয়ের একেকটি পরীক্ষা হবে দেড় ঘণ্টা করে। পরীক্ষাকেন্দ্র হবে যার যার স্কুলে।

মাধ্যমিকে শুধুমাত্র ১২টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা দিতে হবে। উচ্চমাধ্যমিকে ১৫টি আবশ্যিক বিষয়ের পরীক্ষা হবে। বাকি বিষয়ে স্কুলের পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার্থীদের নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষার দিনক্ষণ ঠিক করবে সংশ্লিষ্ট পর্ষদ।

বিস্তারিত আসছে………