অবশেষে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, বিসর্জন দেখতে এসেছিলেন বহু মানুষ। বিসর্জন দেখারর মাঝেই আচমকাই জলপাইগুড়ির মাল নদীতে হড়পা বান চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই জলের ধাক্কায় ভেসে যান অনেকে। বিপর্যয়ের ঘটনা নিয়ে এখনও আতঙ্কের ছাপ এলাকার বাসিন্দাদের চোখে-মুখে।

এই ঘটনায় গাফিলতির অভিযোগে একদিকে যেমন রাজ্য সরকার ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অন্যদিকে, ঘটনার আবহে কলকাতায় পুজোর কার্নিভাল করার জন্যও কটাক্ষের শিকার হয়েছে। তবে এবার চিত্র বদলাচ্ছে। কারণ আগামী সপ্তাহে উত্তরবঙ্গে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়ে হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন তিনি বলে সূত্রের খবর।

দশমীর দিন বিসর্জন দিতে এসে মাল নদীতে হড়পা বানের কারণে তলিয়ে যান অনেকেই। মৃত্যু হয় ৮ জনের। তারপর জেলায় কার্নিভাল বাতিল হলেও কলকাতার কার্নিভাল বাতিল হয়নি। জাঁকজমকপূর্ণভাবেই সেই অনুষ্ঠান হয়। আপাতত যা খবর, আগামী ১৭ অক্টোবর মালবাজার যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মালবাজারের ওই পরিবারগুলির সঙ্গে দেখা করার পর ১৮ তারিখ প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি এবং ঠিক তার পরের দিন শিলিগুড়ি আসার কথা মমতার।