বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। আবাস যোজনা থেকে শুরু করে ১০০ দিনের কাজের প্রকল্প কিংবা স্বাস্থ্য ক্ষেত্রের আয়ুষ্মান ভারত প্রতিটি ক্ষেত্রেই রাজ্যের জন্য বরাদ্দ টাকা দেওয়া বন্ধ করে দেওয়ায় মোদি সরকারের বিরুদ্ধে একাধিকবার ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
বিতর্ক তৈরী হয়েছে বিল্ডিং-এর রং নিয়েও। কেন্দ্রের তরফে সাফ জানানো হয়েছে এই সুস্বাস্থ্য ভবনের রং নীল-সাদার পরিবর্তে হলুদ করতে হবে। আর এই কারণেই ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে রাখা হয়েছে বলেই দাবি কেন্দ্রীয় সরকারের। কেন্দ্র গাইডলাইন মানার প্রস্তাব দিলেও নিজেদের রং না বদলানোর সিদ্ধান্তে অনড় ছিল রাজ্য।
অবশেষে রাজ্যের এই নীল সাদা রং-কেই মান্যতা দিয়েছে কেন্দ্র। যার ফলে আগামী দিনে এই প্রকল্পে কেন্দ্রীয় টাকা পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে বলেই মনে করছেন প্রশাসনিক পর্যবেক্ষকদের একাংশ। জানা যাচ্ছে, রাজ্যের নীল সাদা রং নিয়ে কেন্দ্রের কোন আপত্তি নেই।