আবার একবার অভিযোগ ওঠে গোলযোগের। আজ অর্থাৎ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ব্যাপক গোলযোগ দেখা গিয়েছিল অন্যতম গুরুত্বপূর্ণ সমাজমাধ্যম হোয়াটসঅ্যাপে। দুপুর সাড়ে ১২ টার পর থেকে আচমকা কাজ করা বন্ধ করে দিয়েছিল এটি। সমস্যা শুরু হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এই নিয়ে অভিযোগ তোলা শুরু হয়। প্রায় দু’ঘণ্টা পর এটি ঠিক হল। অবশেষে স্বস্তিতে ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রক সংস্থা মেটা জানিয়েছিল, তারা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। তবে সমস্যা শুরু হওয়ার আধ ঘণ্টার ওপর কেটে যাওয়ার পরেও কর্তৃপক্ষের তরফে কিছুই জানান হচ্ছিল না। তাই ক্ষোভ বাড়ছিল ব্যবহারকারীদের। টুইটার, ফেসবুকে এই নিয়ে লেখাও শুরু হয়। কিন্তু এখন অবশেষে সমস্যার সমাধান হয়েছে। অনুমান, বিশ্বজুড়ে সার্ভার ডাউন হয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপের।
বর্তমান দৈনন্দিন মানবজীবনে অন্যতম একটি গুরুত্বপূর্ণ জিনিস এই হোয়াটসঅ্যাপ। এটি না থাকলে যেন কথা বলাই বন্ধ হয়ে যায় অধিকাংশের। এদিকে এখন অফিসের বিভিন্ন কাজও এই হোয়াটসঅ্যাপ মারফৎ হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই ভোগান্তি বাড়ছিল সাধারণ মানুষের। এদিন দুপুর ২টো ২০ মিনিট থেকে এটি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।