অবশেষে খুলে গেলো ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট

দীর্ঘবছর বন্ধথাকার পর অবশেষে খুলে গেছে শিলিগুড়ি শহর সংলগ্ন বৈকন্ঠপুর রেঞ্জের ফাঁড়াবাড়ি থাড়ুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট। শিলিগুড়ির বাসির জন্য এই পিকনিক স্পট খুলে যাওয়াতে খুশি ফারাবাড়ি বন সুরক্ষা কমিটি ।সবাই শহরের দূরে যেতে পারে বা যেতে চায় এমনটা নয় কেউ কেউ চায় শহরের মধ্যে কিছুক্ষণের ব্যবধানে যাতে আনন্দ উপভোগ করতে পারেন। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট ওই এলাকাকে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বনদপ্তর। অবশেষে সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট করার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। তবে যারা যে এই সংশ্লিষ্ট এলাকায় পিকনিক করতে যাবেন তাদের জন্য কিছু বিধি-নিষেধ বেধে দেওয়া হয়েছে বনদপ্তরের তরফে এই পিকনিক স্পটে পিকনিক করতে গেলে সাউন্ড বক্স ব্যাবহার করা যাবে না। কোন প্রকার প্লাস্টিক বা জাতীয় জিনিস ব্যবহার করা যাবে না।