অবশেষে বহুদিন পর সাখ্যাত হলো অনুব্রত ও সুকন্যার

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বাংলার সীমানা পেরিয়ে বর্তমানে তিহাড় জেলে ঠাঁই হয়েছে কেষ্টর। অন্যদিকে সম্প্রতি ইডির হাতে গ্রেফতার হয়েছেন মেয়ে সুকন্যা মণ্ডলও। তিনিও রয়েছেন সেই তিহাড়েই। একই জেলে থাকা সত্ত্বেও দূরত্ব অনেক।

গ্রেফতারির পর থেকে নিয়ে এতদিন পর্যন্ত বাবা-মেয়ের সাক্ষাৎ হয়নি। দুজনাই দেখা করতে চাইলেও মেলেনি সুযোগ। তবে সূত্রের খবর, খুবই স্বল্প সময়ের জন্য দেখা হয় তাদের। এদিন মেয়েকে দেখেই অনুব্রতর প্রশ্ন, “কেন ইডির দফতরে হাজিরা দিতে এলি রুবাই?”

বাবাকে সবটা বুঝিয়ে বলেন সুকন্যা। আইনি লড়াইয়ের বিষয়েও কিছুক্ষন কথা হয় তাদের। দুজনই দুজনের শরীরের খেয়াল রাখতে বলেন। তাদের দুজনার সাক্ষাতের সময় ঘরে কারারক্ষীরা ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। শেষমেষ বহুদিন পর সাক্ষাৎ হল বাবা-মেয়ের।