বিগত কদিন ধরেই নারদ মামলা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অবশেষে আজ শেষ হল সেই টানাপোড়েন। উচ্চ আদালতেও জামিন পেল তৃনমুল নেতা মন্ত্রীরা। এদিন নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন অন্তর্বর্তী জামিন পেলেন চার নেতা। জামিন দেওয়া হল ২ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে। এর আগে গত সোমবার এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়েছিল।
তবে জামিনে মুক্ত হলেও এই মামলা নিয়ে মিডিয়ার মুখোমুখি হওয়া যাবে না। মামলা সংক্রান্ত কোনও বিষয় মিডিয়ায় বলা যাবে না। মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না উচ্চ আদালত জানিয়েছে। মামলার মূল শুনানি যেমন চলছে চলবে, জানিয়ে দিল হাই কোর্ট। পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ তৈরি ছিলেন। পাঁচ বিচারপতির এই বৃহত্তর বেঞ্চই তাঁদের জামিনের মত দিয়েছেন। তবে এই বৃহত্তর বেঞ্চ জানিয়েছে যে, শুক্রবার সবার আগে ধৃতদের জামিন সংক্রান্ত মামলার বিচার হবে। অন্য রাজ্যে মামলাটি সরানোর আরজি পরে শোনা হবে বলে সূত্রের খবর।