চূড়ান্ত হল সৌরভের বায়োপিকে মূলচরিত্রের জন্য অভিনেতার নাম

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ‘কলকাতার দাদা’ নামে পরিচিত। বিনোদন জগতেও সফল এই খেলোয়াড়। তাই রুপালি পর্দার জনপ্রিয় এই ব্যক্তিত্বকে নিয়ে নির্মিত হবে বায়োপিক। এ খবর সবার জানা থাকলেও নাম ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে চলছিল জল্পনা।

পিঙ্কভিলার দেওয়া তথ্য অনুসারে, পর্দায় সৌরভের ভূমিকায় দেখা যাবে বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানাকে।

এখন পর্যন্ত এই চরিত্রে অভিনয় করা নিয়ে মিডিয়ায় রণবীর সিং বা রণবীর কাপুরের নাম আলোচনায় এসেছে। আলোচনায় ছিল হৃতিক রোশনের নামও। কিন্তু আজ সব জল্পনার অবসান হল।

নতুন এই সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ শেষ। চলতি বছরের ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে। আয়ুষ্মান ইতিমধ্যেই পর্দায় নিজেকে সফলভাবে ফুটিয়ে তোলার জন্য কঠোর পরিশ্রম শুরু করেছেন।

বলিউডে ক্রিকেটারদের নিয়ে এটাই প্রথম বায়োপিক, ডকুমেন্টারি বা সিনেমা নয়। এর আগে শচীনকে নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি হয়েছিল। এমএস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন অভিনীত সিনেমাটি বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভালো ব্যবসা করেছে। জনপ্রিয়তাও পেয়েছে। তাই সৌরভ ভক্তরা সৌরভকে পর্দায় দেখার জন্য তাকিয়ে আছেন।