JEE অ্যাডভান্সড-২০২৩ তে অসাধারণ ফলাফল করেছে FIITJEE এর শিক্ষার্থীরা

FIITJEE-র দেশব্যাপী শিক্ষার্থীরা JEE Advanced ২০২৩ এ অসাধারণ পারফরমেন্স করেছে, যা শিক্ষার্থীদের কৃতিত্ব তুলে ধরার পাশাপাশি FIITJEE-এর স্ট্রেস-ফ্রি লার্নিং পদ্ধতির কার্যকারিতা প্রমাণ করেছে। বিগত ২৭ বছর ধরে FIITJEE এর অনন্য শিক্ষা পদ্ধতি, স্ট্রেস-ফ্রি লার্নিং এনভায়রনমেন্ট প্রদান করা এবং শিক্ষার্থী ও ফ্যাকাল্টিদের কঠোর পরিশ্রমের মাধ্যমে IIT-JEE/JEE অ্যাডভান্সড-পরীক্ষায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল করে আসছে। সারা ভারত জুড়ে FIITJEE-এর সক্রিয় কোচিং ইনস্টিটিউট না থাকা সত্বেও তারা শিক্ষার্থীদের সঠিক বিকাশ ঘটিয়ে রূপান্তরমূলক সাফল্য নিশ্চিত করতে পেরেছে।
FIITJEE ক্লাসরুম প্রোগ্রামের শিক্ষার্থীরা JEE অ্যাডভান্সড ২০২৩ পরীক্ষার শীর্ষ ১০ জনের মধ্যে ৩ টি স্থান এবং প্রথম ১০০ জনের মধ্যে ৩২ জন স্থান অর্জন করতে পেরেছে। দেশ জুড়ে FIITJEE এর শিক্ষার্থীরা প্রথম ১০০ জনের তালিকায় ৩৭ টি স্থান অর্জন করে নজির গড়েছে। প্রথম ৩ জন শিক্ষার্থীরা হলেন- ঋষি কালরা যে ৩৩৬/৩৬০ স্কোর করে সর্বভারতীয় তৃতীয় স্থান, প্রভা খান্ডেলওয়াল ৩২৫/ ৩৬০ স্কোরের সাথে ষষ্ঠ স্থান এবং মলয় কেডিয়া অষ্টম স্থান অর্জন করেছে।
FIITJEE গ্রুপের ডিরেক্টর R L Trikha সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, “JEE পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের অসাধারণ কৃতিত্ব FIITJEE-এর স্ট্রেস-ফ্রি লার্নিং পদ্ধতির কার্যকারিতাকে প্রমান করেছে। আমরা এমন একটি পরিবেশ গঠন করতে পেরে আনন্দিত যা আমাদের শিক্ষার্থীদের শিক্ষামূলক বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিত্ব গঠনে সাহায্য করছে।”