ফেমিনা মিস ইন্ডিয়া ২০২৩ উত্তর-পূর্ব ভারতের অডিশন গুয়াহাটিতে

ভিএলসিসি এবং ট্রেন্ডসের সহযোগিতায় ১৮ জানুয়ারি ফেমিনা মিস ইন্ডিয়া২০২৩ উত্তর-পূর্ব ভারতের অডিশন সফলভাবে আয়োজন করেছে গুয়াহাটি। এছাড়াও ফেমিনা মিস ইন্ডিয়ার অডিশনকে সফল করে তুলতে সহযোগিতা করেছে মণিপুর ট্যুরিজম, ORRA ফাইন জুয়েলারি, মেকআপ পার্টনার কালারবার মেড ফর ম্যাজিক এবং রজনীগন্ধা পার্লস।

ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য ২৯টি রাজ্য (দিল্লি সহ) থেকে প্রতিনিধি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির (জম্মু ও কাশ্মীর সহ) জন্য সম্মিলিত প্রতিনিধি বেছে নেওয়ার জন্য অডিশন শুরু করেছে ফেমিনা। মোট ৩০ জন নির্বাচিত ক্যান্ডিডেট  গ্র্যান্ড ফিনালে স্টেজে প্রতিদ্বন্দ্বিতা করবে। অনলাইনে রেজিস্টারড প্রার্থীদের তাদের নিজ নিজ অঞ্চলের অডিশনে ডাকা হবে। এখান থেকে  নির্বাচিত ক্যান্ডিডেটরা  মুম্বাইয়ের মেগা অডিশনে যাবেন। 

ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০১৬ প্রিয়দর্শিনী চ্যাটার্জি বলেন, “উত্তর-পূর্ব থেকে তরুণ প্রতিশ্রুতিশীল প্রতিভাদের উপস্থিতি দেখে আমি গর্বিত।