দূর্গা পূজার মণ্ডপে মহিলা পুরোহিত যেন এক অবাক করা গল্প। এখনো পর্যন্ত বিনোদন জগতের রুপোলি পর্দায় দেখেছে বঙ্গবাসী। তবে এবার পর্দায় নয় বাস্তবেও হতে চলছে এরমই ঘটনা। সামাজিক নিয়মের গন্ডি পেরিয়ে, প্রাচীন কালের চিরাচরিত নিয়ম ভেঙে দেবীর আরাধনা করতে চলেছে মহিলা পুরোহিত। শহরের এক বিশিষ্ট পুজো কমিটি ঠিক করেছে, মহিলা পুরোহিত দিয়েই হবে এবারের পুজো। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই ঘটনা হতে চলেছে প্রথমবার। প্রতিবারই দুর্গাপজোয় কোনও না কোনও চমক থাকে। থিমের লড়াই চলে। করোনা ভাইরাসের কারণে গত দুবছরে দুর্গাপুজোর চিত্রটা অনেকটা বদলে গেছে। থিমের ল়ডাইটাও আর জোরালো নেই। তবে চমক থাকবে না তা কী করে হয়। ২০২১ এর দুর্গাপুজোয় ৬৬ পল্লী সব লড়াইকে পিছনে ফেলে যেন ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে। প্রতিমা, মণ্ডপ বা আলোকসজ্জা নয়, চমকটা অন্য জায়গায়। এবার সেখানে পুজো করবেন মহিলা পুরোহিত। নিঃসন্দেহে ২০২১-এর দুর্গাপুজোয় এটাই সবথেকে বড় চমক।
এই কিছুদিন আগে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মোটি’ ছবিটি। মুখ্য চরিত্রে ছিলেন ঋতাভরী চক্রবর্তী। তাঁকে দেখা গিয়েছিল একজন মহিলা পুরোহিত হিসেবে। যিনি সমাজের অনর্থক গণ্ডি ভাঙছেন লড়াই করে। এবার সেই একই জিনিস হতে চলেছে বাস্তবে। আর তা শুনে পর্দার ঋতাভরী বললেন, ‘ভীষণ আনন্দ পেয়েছি এই খবর শুনে। ছবি আসে মানুষকে আনন্দ দেয়, সেটা একটা পাওনা। কিন্তু এই যে একটা সামাজিক পরিবর্তন আনল একটা ছবি, সেটা যেন অ্যাওয়ার্ডের থেকেও বড় প্রাপ্তি।’ এবার আর গল্প নয় বাস্তবিকই মা দুর্গার বোধন করবেন মহিলা পুরোহিতরা।