ব্যবসায়ীদের সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পাঁচ দফা দাবিতে ইসলামপুর থানায় ডেপুটেশন দিল ফেডারেশন অফ ইসলামপুর ট্রেডার্স অর্গানাইজেশন ( FITO)। এদিন ইসলামপুর থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন ইসলামপুরের ব্যবসায়ীরা। এ সমাবেশে উপস্থিত ছিলেন ফিটোর প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা, সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী, সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। সাধারণ সম্পাদক ডক্টর সুভাষ চক্রবর্তী বলেন পাঁচদফা দাবিতে এই কর্মসূচি । তিনি বলেন বর্তমানে ব্যবসায়ীরা ভীত সন্ত্রস্ত, আমরা চাই সুন্দর ইসলামপুর শহর হোক। তিনি আরো বলেন দুষ্কৃতীরা কোন কান্ড ঘটালে প্রশাসন যেন তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করে। আমাদের দাবি না মানা হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। ব্যবসায়ী সংগঠনের প্রেসিডেন্ট কানাইয়া লাল বোথরা বলেন মোট পাঁচ দফা দাবিতে আন্দোলন। যার মধ্যে মূলত ব্যবসায়ীদের নিরাপত্তা সহ বিভিন্ন সময়ে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছেন এক ব্যবসায়ীর চোখ পর্যন্ত নষ্ট হয়ে গিয়েছে তাই ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।