কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক, খাঁচা পাতলো বন দপ্তর।ধূপগুড়িতে কৃষি দপ্তরের অফিসের ফার্মে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করে কর্মীরা। জানা গিয়েছে, সোমবার বিকেলে স্থানীয়রা চিতাবাঘের মতো দেখতে জন্তুকে ঘুরে বেড়াতে দেখে।
এরপর তারা ছবি তুলে আধিকারিকদের পাঠায়। কৃষি আধিকারিকরা তৎক্ষণাৎ বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেন।মঙ্গলবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘের উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখেন। বেশ কিছু জায়গায় পায়ের ছাপ খতিয়ে দেখেন বন কর্মীরা।এরপর কৃষি দপ্তরের ফার্মে খাঁচা পাতে বন দপ্তর।
সন্ধ্যায় ওই খাঁচায় ছাগলের টোপ দেওয়া হবে।তবে আদৌ চিতাবাঘ কি না সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কৃষি দপ্তরে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে।