আতঙ্ক বেড়ে চলেছে জোশীমঠের ভাঙণ নিয়ে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। আশঙ্কা বাড়ছে ক্ষণে ক্ষণে। যে কোনও মুহূর্তে জায়গাটি ধসে যেতে পারে বলেই ধারনা করা হচ্ছে। ইতিমধ্যেই ৬০০-র বেশি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে এবং ধীরে ধীরে ফাটল ধরা বাড়িগুলি ভাঙা হচ্ছে।

এই অবস্থার মধ্যেই এবার জানা গেল কর্ণপ্রয়াগে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। প্রায় ৫০টির বেশি বাড়ির বাসিন্দারা এই নিয়ে ভয়ানক আতঙ্কিত। অনেকেই ঘর ছাড়তে শুরু করে দিয়েছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলার কর্ণপ্রয়াগ শহরের বহুগুণা নগর এলাকায় বহু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। যে সমস্ত বাড়িতে ফাটল দেখা দিয়েছে, সেই সমস্ত পরিবারের অনেককে স্থানীয় প্রশাসনের তরফে অস্থায়ীভাবে থাকার জায়গা দেওয়া হয়েছে।

প্রথমে জোশীমঠ, এখন কর্ণপ্রয়াগ, এইসব জায়গায় ফাটলের কারণ খুঁজতে হিমশিম খাচ্ছে প্রশাসন। জোশীমঠে মোট ৬৭৮টি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তার মধ্যে সোমবারই ৬৮ বাড়িতে ফাটল ধরে যায়। জোশীমঠকে মূলত তিনটি ভাগে ভাগ করেছে প্রশাসন। তার মধ্যে আছে ‘ডেঞ্জার জোন’ বা বিপজ্জনক, ‘বাফার জোন’ বা অপেক্ষাকৃত কম বিপজ্জনক এবং ‘সেফ জোন’ বা নিরাপদ। সর্বপ্রথম বিপজ্জনক এলাকার বাড়িগুলি ভাঙা হবে।