বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার কৃষকেরা

ভোর রাত থেকে শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, আবার এই আবহাওয়ার খামখেয়ালি পনায় চরম দুশ্চিন্তায় কৃষকেরা, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ঘাটাল, গড়বেতা সহ বিভিন্ন এলাকায় চলছে এই বৃষ্টি। এই বৃষ্টির ফলে চরম দুশ্চিন্তায় জেলার কৃষকেরা, কৃষকদের দাবি পিছিয়ে যাবে আলু চাষ, যে সমস্ত আলু কয়েকদিন ধরে লাগানো হয়েছিল এর ফলে সেই আলু নষ্ট হয়ে যাবে। দ্বিগুণ দামে সার কিনে আলু বিজ কিনে আলু লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। আবার নতুন করে কবে আলু লাগানো হবে জানেনা কেউ, বৃষ্টি যদি বাড়ে তাহলে চরম দুর্ভোগে পড়বে কৃষকেরায বলে দাবি করছেন সকলেই। আর এই বৃষ্টির ফলেই গায়ে শীতের পোশাক মাথায় ছাতা নিয়ে বেরিয়েছেন সকলে।