এলন মাস্ক টুইটার কিনে নেবার পর, চাকরি থাকবে কিনা? তা নিয়ে চিন্তায় রয়েছেন টুইটারে কর্মরত বহু কর্মী। পাশাপাশি অনেকে প্রশ্ন তুলেছেন পরাগ আগরওয়ালকে কি তাঁর পদেই রাখা হবে? নাকি টুইটার থেকে পদত্যাগ করবেন তিনি। যদিও এনিয়ে সরাসরি কোনও কথা বলেননি পরাগ আগরওয়াল। তবে সংবাদসংস্থা রয়টার্স তাদের সূত্র মারফত জানিয়েছে, ইলন মাস্ক টুইটারের জন্য নতুন সিইও ঠিক করেছেন। বর্তমান সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে তাকে বসানো হবে। ৪৪ বিলিয়ন ডলারে টুইটারের বিক্রির কাজ সম্পন্ন হলে এ রদবদল হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
উল্লেখ্য, পরাগ আগরওয়ালকে গত বছরের নভেম্বরে টুইটারের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত করা হয়েছিল। মাস্কের কাছে কম্পানির বিক্রির প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিনি তার ভূমিকায় থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে যে সূত্র রয়টার্সকে ইলন মাস্কের পরিকল্পনার কথা বলেছিলেন, তিনি পরাগের বদলে কাকে আনা হচ্ছে তা জানাতে অস্বীকার করেছেন। গবেষণা প্রতিষ্ঠান ইকুইলারের তথ্য মতে, টুইটারের নিয়ন্ত্রণে পরিবর্ন আসার ১২ মাসের মধ্যে বরখাস্ত করা হলে পরাগ আগরওয়াল ৪২ মিলিয়ন ডলার পাবেন।