অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

গিতালদহে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন। যুবকের বাবা শিবেন বর্মন ও মা সুখমনি বর্মন মঙ্গলবার সকালে বামনহাট সেন্ট্রাল কলোনির মাঠে আসেন।

তাঁরা জানান, তাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতেই এসেছেন। গত ২৪ ডিসেম্বর গিতালদহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা প্রেমকুমার বর্মনের। বিএসএফের দাবি, তিনি চোরাচালানকারী। যদিও বাসিন্দাদের দাবি, ওই যুবক জমিতে চাষ করতে গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে আসরে নামে তৃণমূল। কিছুদিন আগে মাথাভাঙার মাঠে প্রেমকুমারের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন তাঁরা দেখা করতে আসেন।

প্রেমকুমার বর্মনের পরিবারের পাশাপাশি মঙ্গলবার দিনহাটার বামনহাটে অভিষেকের তাঁবুতে যান বিএসএফের গুলিতে নিহত মোজাফ্‌ফর রহমানের পরিবারের সদস্যরাও। সেখানে তাঁদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দু’টি পরিবারের খোঁজ খবর নেন অভিষেক।